ভালবাসা বিসর্জন একাকী উৎসবে
- শাহজাহান বিপ্লব

ভালবাসা তুমি কি জান বেদনার সংজ্ঞা?
কবিতার কৈশরে বেদনার আত্নঘাতী,
নির্ভেজাল ভালবাসা ছিল
তবে কেন বেদনার সংঙ্গে লড়াই?
আজ এখানে অভিনীত হবে
একক ভালবাসার উৎসব,
স্রেফ তোমাকে ভোলার চেষ্টায় এ উৎসব,
নিজেকে নিয়ে এ উৎসব নয়
এ উৎসব বেদনার সংঙ্গে বাঁচার,
প্রণয়ের শেষ প্রহরে -
তুমিও ছিলে আমিও ছিলাম
ভালবাসা বিসর্জন দিলাম
একাকী উৎসবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।